1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন এর সহধর্মিণী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতা দাপন সম্পন্ন এলজিইডিতে রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, কাটেনি নেতৃত্ব সংকট মাদারীপুর সদর সাবরেজিস্টার অফিসের ভেতর থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই। হাইকোর্ট নির্দেশে আবার মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না বেতাগীতে স্থানীয় সুধীজনের সাথে জেলা প্রশাসকের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্টের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা ও কামালের ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অটল বিসিবি বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমন্বিত মতবিনিময় সভা, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের অঙ্গীকার

বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্টের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬


মোঃ আলাউদ্দিন:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে লক্ষ্মীপুর জেলা বাজুস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন-এর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ঢাকার বাজুস কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিনে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং-এর নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
সভায় লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির সভাপতি সমীর কর্মকার-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুলাশ কুরি ও সহদেব কুরি, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরি ও ভাষান কর্মকার, কার্যনির্বাহী সদস্য হরিহর পাল, সবুজ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মতবিনিময় সভায় বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন বলেন, জুয়েলারি শিল্পের টেকসই উন্নয়নে জেলা পর্যায়ের কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজুস সবসময় সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কেন্দ্র ও জেলার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।


এসময় লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, কেন্দ্রীয় কমিটির সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। লক্ষ্মীপুর জেলার জুয়েলারি ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সভায় জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, জেলা পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদারসহ সাংগঠনিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।


সভা শেষে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...