1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
দৃষ্টি প্রতিবন্ধী আজাহারের পাশে দাড়ালেন বিদায়ী ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নিখোঁজের ২ মাস পর অটোচালকের কংকাল উদ্ধার বিদায়ী সংবর্ধনা ও নৌভ্রমণ : বেতাগী গণমাধ্যম কর্মীদের ব্যতিক্রমী উদ্যোগ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ বিদেশি বিশেষজ্ঞ ঢাকায় চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব।

চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আলাউদ্দিনঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।ডিবির ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে একটি দল সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কলেজ রোডের মোল্লা বাড়ি মসজিদের পশ্চিমে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত ‘নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ অভিযান চালায়।অভিযান চলাকালে ওয়ার্কশপটির ভাড়াটিয়া মালিক নুর উদ্দিনের (প্রকাশ জিকু) লেদ মেশিনঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে নুর উদ্দিন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।এ বিষয়ে ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবি আরও জানায়, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...