বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আজ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, বেতাগীর গণমাধ্যম কর্মীদের উদ্যোগে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী–কে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত নৌভ্রমণ, ঝোপখালী এলাকার পাখির চর পরিদর্শন এবং আলোচনার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়, প্রাণবন্ত ও আবেগঘন।
নৌভ্রমণ ও পাখির চর পরিদর্শন বিকেল তিনটায় বেতাগী লঞ্চঘাট থেকে নৌযাত্রা শুরু হয়। স্বচ্ছ নদীর বুকে ধীরগতির নৌযানের যাত্রা, চারপাশের প্রকৃতির শান্ত সৌন্দর্য ও অতিথিবরণে গণমাধ্যম কর্মীদের আন্তরিকতা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর।
ঝোপখালী পাখির চর পৌঁছে অতিথিরা বিস্ময়ে মুগ্ধ হন প্রকৃতির মনোমুগ্ধকর বৈচিত্র্যে। হাজারো পাখির উড়াউড়ি ও চরাঞ্চলের নির্মল প্রাকৃতিক সৌন্দর্য,নদীর মৃদু হাওয়া ভ্রমণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা পরিদর্শন শেষে নৌযানেই অনুষ্ঠিত হয় হরমোন আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। গণমাধ্যম কর্মীরা উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন ও বিভিন্ন সংকটময় মুহূর্তে নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর আন্তরিক ভূমিকার প্রশংসা করেন বক্তারা বলেন,
তার দায়িত্বপালন ছিল স্বচ্ছ, ন্যায়সংগত ও মানবিক।
বেতাগীউপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী সংবর্ধনার জবাবে বিদায়ী অভিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী বেতাগীর মানুষ, গণমাধ্যম কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন— এই ভালোবাসা ও আন্তরিকতা তাঁর কর্মজীবনকে সমৃদ্ধ করবে এবং আজকের দিনটি তিনি আজীবন মনে রাখবেন।
দিনশেষে ফিরে আসা সন্ধ্যা নামার সাথে সাথে নৌযান বেতাগী ঘাটে ফিরে আসে। প্রকৃতি, অনুভূতি ও বিদায়ের আবেগ মিলিয়ে এটি ছিল স্মরণীয় এক আয়োজন।