1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন এর সহধর্মিণী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতা দাপন সম্পন্ন এলজিইডিতে রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, কাটেনি নেতৃত্ব সংকট মাদারীপুর সদর সাবরেজিস্টার অফিসের ভেতর থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই। হাইকোর্ট নির্দেশে আবার মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না বেতাগীতে স্থানীয় সুধীজনের সাথে জেলা প্রশাসকের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্টের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা ও কামালের ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অটল বিসিবি বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমন্বিত মতবিনিময় সভা, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের অঙ্গীকার

ওসমান হাদির হত্যায় জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি সরকারের

  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি এবং বিচারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হত্যাকায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে এ হত্যার ঘটনার সাথে জড়িত ১০ জনকে যৌথবাহিনী (পুলিশ, র‌্যাব ও বিজিবি) গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে-হত্যার মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, দু’টি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ বর্তমানে দেশে নাকি বিদেশে আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সে দেশের মধ্যেই থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে।’

তিনি বলেন, ফয়সালের বৈধ পথে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

জাহাঙ্গীর বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং খুব দ্রুত তাকে বিচারের আওতায় আনা হবে। তবে হত্যার মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি- এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে (মূল হোতাকে) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী পাঁচজনকে (স্ত্রী ও শ্বশুরসহ) আটক করে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে বিস্তারিত জানিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনায় এক এনসিপি নেতাকে গুলি করার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি খবর পাওয়ার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সাথে কথা বলেছি এবং হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করছি- একইভাবে জকসু নির্বাচন সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব।’

তিনি বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে- সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...