(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দলীয় ঐক্যের স্পষ্ট বার্তা মিলেছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে ঘিরে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম।নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম এবং নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক আবুল হাসনাত রাজিব ভূইয়া, নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ।এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ও নেতৃত্বই বিএনপির মূল শক্তি। আগামী দিনে দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।