1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন এর সহধর্মিণী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতা দাপন সম্পন্ন এলজিইডিতে রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, কাটেনি নেতৃত্ব সংকট মাদারীপুর সদর সাবরেজিস্টার অফিসের ভেতর থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই। হাইকোর্ট নির্দেশে আবার মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না বেতাগীতে স্থানীয় সুধীজনের সাথে জেলা প্রশাসকের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্টের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা ও কামালের ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অটল বিসিবি বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমন্বিত মতবিনিময় সভা, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের অঙ্গীকার

বরগুনায় ছেলে নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার চেস্টা

  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা


একমাত্র ছেলে নেশার টাকা না পেয়ে জম্মদাতা বাবাকে মারধর করে একাধিকবার হত্যার চেস্টার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে বাবা মো: মুজিবর রহমান বুধবার বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেছে। ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান মামলাটি গ্রহন করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামী হলো বরগুনা কলেজ ব্রাঞ্চ সড়কের বাসিন্দা মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৮)। এ তথ্য নিশ্চিত করেছেন পেশকার নাদিরা পারভিন।

জানা যায়, আসামীর বাবা অবসর প্রাপ্ত কর্মকর্তা মো: মজিবর রহমান(৭০) জমি বিক্রি ও পেনশনের টাকা দিয়ে এক মাত্র ছেলে মিরাজুলকে ৬ বার সিঙ্গাপুর পাঠায়। কিছুদিন থাকার পরে বার বার দেশে ফিরে আসে। বাবা ছেলেকে ভালো করার জন্য বিয়ে করায়। মাদকের নেশার কারনে মিরাজুলের বউ তালাক দিয়ে চলে গেছে। বাবার শহরে বাসা ছাড়া আর কিছু নেই। ছেলে নেশার জন্য বাবার কাছে বার বার টাকা চায়। টাকা না দিলে বার বার বাবাকে মারধর করে। বাবা প্রানের ভয়ে মেয়ের বাড়ি কখনো চাচাত ভাইর বাড়ি থাকে। ছেলের মারধর সইতে না পেরে মসজিদে রাত যাপন করে বাবা। গত বছরের ১৩ ও ১৭ জুন দুইবার বাবাকে মেরে মারাত্মক জখম করে ছেলে। চলতি মাসের ৫ জানুয়ারি রাত অনুমান ১১ টার সময় ছেলে মিরাজুল বাসায় ঢুকে বাবার কাছে ৫ হাজার টাকা চায়। ৭০ বছরের বৃদ্ধ বাবা কোনো কথা না বলায় তার রুমে গিয়ে মারধর শুরু করে। বাবা চিৎকার দিলে কম্বল ও বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যার চেস্টা করে। ছেলের হাত থেকে কোনো রকম রক্ষা পেয়ে ওই রাতে জনৈক মোস্তফার বাসায় আশ্রায় নেয় বাবা। পরের দিন বরগুনা হাসপাতালে চিকিৎসা নেয়।


বাবা মো: মজিবর রহমান বলেন, আমার সব কিছু ছেলের পিছনে ব্যয় করেছি। দুটি মেয়েকে বঞ্চিত করেছি। স্ত্রী স্ট্রোক করে বাসায় পরে আছে। তার চিকিৎসা করাতে পারছি না। আমার ছেলে মাদকের নেশার টাকা পেলে আমাকে বার বার মারধর করে। এখন হত্যা করে বাসা বিক্রি করবে। ৬ বার ছেলেকে সিঙ্গাপুর পাঠিয়ে ২০ লাখ টাকা খরচ করে নিস্ব হয়েছি। আমার ছেলে মিরাজুল যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে।
ছেলে মিরাজুল ইসলামকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না।


বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, আমি এখন পর্যন্ত মামলা পাইনি। আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...